১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফের টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে এলো মিয়ানমারের ৪০ বিজিপি

ফের টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে এলো মিয়ানমারের ৪০ বিজিপি - ছবি : নয়া দিগন্ত

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সাথে বিদ্রোহী আরাকান আর্মির (এএ) চলমান সংঘাতে জেরে কক্সবাজারের টেকনাফের সাবরাং সীমান্ত দিয়ে ফের পালিয়ে এলো মিয়ানমারের ৪০ বিজিপি। নাফ নদীর দুটি পয়েন্ট দিয়ে নতুন করে তারা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়।

শনিবার (৪ মে) সকালে নাজিরপাড়া দিয়ে আরো চারজন বাংলাদেশে প্রবেশ করে। এর আগে শুক্রবার (৩ মে) মধ্যরাতে টেকনাফের সাবরাং আচারবনিয়া দিয়ে ১৪ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ জন বিজিপি সদস্য বাংলাদেশে এসে আশ্রয় খুঁজে।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে দুই দফায় আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তারপর বাসযোগে তাদের প্রথম ১৪ জনকে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়। পরে আরো ২২ জনকেও একইস্থানে রাখা হয়েছে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো: মাইনুল কবির বলেন, মিয়ানমারের সংঘাত অব্যাহত রয়েছে। তার জের ধরে টেকনাফের নাফ নদী দিয়ে পালিয়ে এসে কক্সবাজারের টেকনাফে ঢুকে পড়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যরা। সংখ্যাটি ৫০ জনের নিচে হবে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্যসহ প্রথম দফায় ৩৩০ জন গত ১৫ ফেব্রুয়ারি ও দ্বিতীয় দফায় ২৮৮ জনকে ২৫ এপ্রিল ফেরত পাঠানো হয়।


আরো সংবাদ



premium cement