নোয়াখালীতে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
- মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
- ০৪ মে ২০২৪, ১৩:৪৩, আপডেট: ০৪ মে ২০২৪, ১৪:৩৮
নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছে।
শনিবার সকালে উপজেলার চন্দ্র পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো: রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), সেনা সদস্য ফজলুল করিম (৫০) ও লক্ষীপুরের আমানিয়া গ্রামের সিএনজিচালক আলা উদ্দিন (৪৫)।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, নোয়াখালী-লক্ষীপুর সড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে লক্ষীপুরগামী একটি ট্রাক ও বেগমগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও সিএনজি খালে পড়ে যায়। এ সময় সিএনজিচালকসহ ঘটনাস্থলে তিনজন নিহত হন।
ওসি আরো বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা