আনোয়ারায় ২ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৩ মে ২০২৪, ১৯:৪৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সানজিদা আক্তার (২৫) নামে এক গৃহবধূ দুই সন্তানের জননীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ মে) এপ্রিল দুপুরে পুলিশ উপজেলার গ্রামে বারোসত ইউনিয়নের দুধকুমড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ নিয়তে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ওই রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশ নিহত গৃহবধুর স্বামী আব্দুল করিমকে আটক করেছে।
আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক সোহেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিয়তের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে।
তিনি জানান ময়নাতদন্ত শেষে ওই গৃহবধূর লাশ রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। লাশ দফনের পরে পরিবারের সদস্যদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা