পেকুয়ায় বজ্রপাতে ২ লবণশ্রমিকের মৃত্যু
- চকরিয়া উপকূল সংবাদদাতা
- ০২ মে ২০২৪, ২০:১৬
কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে পৃথক স্থানে দু’লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) ভোর ৪টার দিকে পৃথক স্থানে এ নিহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন মগনামা ইউনিয়নের কোদাল্যাদিয়া এলাকার জমির উদ্দিন ছেলে দিদারুল ইসলাম (২৬)। অপরদিকে রাজাখালী ইউনিয়নের ছরীপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে আরফাত (২০)।
স্থানীয় ইউপি সদস্য বদি আলম জানান, ওই সময়ে হঠাৎ কাল বৈশাখীর ঝড় ও বজ্রপাত শুরু হয়। দিদারুল ইসলাম লবণ মাঠের শ্রমিক হিসেবে কাজ করতো। মাঠের লবণ কুড়াতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যুর হয়।
একইভাবে আরফাতও লবণ মাঠের লবণ রক্ষনাবেক্ষণ করতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। রাজাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবছার মারা যাওয়ার সত্যতা স্বীকার করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা