টুকুর সাজার প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ
- ফেনী অফিস
- ২৯ এপ্রিল ২০২৪, ২৩:১৬
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে সাজা দেয়ার প্রতিবাদে ফেনী শহরে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
সোমবার বিকেলে মিছিলটি শহরের ইসলামপুর রোড থেকে শুরু হয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়কের গ্রিন টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত মিছিলে নেতৃত্ব দেন। মিছিলে আরো অংশ নেন সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান রতন, সদর উপজেলা যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান, মীর মো: সবুজ, কাজী নজরুল ইসলাম, সালমান ফারসি, দিদারুল আলম, জেলা কমিটির সদস্য ফারুক আহমেদ, মো: মিন্টু প্রমুখ।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত অভিযোগ করেন, ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যে সরকার বিরোধী নেতাদের নামে মিথ্যা মামলার ফরমায়েশি রায় দেয়া হচ্ছে।
পল্টন থানার করা মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি রাজিব আহসানসহ ২৫ জনের দু’বছরের সাজা দিয়েছে আদালত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা