১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চকরিয়ায় বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চকরিয়ায় বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা -

কক্সবাজারের চকরিয়ায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন ভাতিজা চাচা আব্দুল করিম (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে ৫টার দিকে আহত অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এর আগে রোববার রাতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম সাহারবিল ইউনিয়ন এলাকার আয়াত উল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সাহারবিল ইউনিয়নের রামপুর গুরিন্যার কাটা এলাকায় বাড়ির সীমানায় পাইপ বসানো নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ঘটনার দিন রাতে পুনরায় সীমানা নিয়ে দু’পক্ষে মধ্যে আবারো জগড়ার একপর্যায়ে আপন ভাতিজা তার চাচাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পথে ওই দিন রাত ১১টার দিকে মারা যায় বলে নিহতের ফুফা তা নিশ্চিত করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।


আরো সংবাদ



premium cement