১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মিরসরাই প্রেস ক্লাবের নতুন সভাপতি মিঠু, সম্পাদক মাঈন

মিরসরাই প্রেস ক্লাবের নতুন সভাপতি মিঠু, সম্পাদক মাঈন - ছবি : নয়া দিগন্ত

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্মলনে নতুন সভাপতি এনায়েত হোসেন মিঠু ও এম মাঈন উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ এপ্রিল) উপজেলার হান্ডি রেস্টুরেন্টে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনে সাধারণ সভায় উপস্থিতিদের কণ্ঠভোটে ২০২৪-২০২৬ বর্ষের জন্য তারা নির্বাচিত হন।

এ সময় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বকোণ পত্রিকার মিরসরাই প্রতিনিধি এনায়েত হোসেন মিঠু এবং সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিন।

মিরসরাই প্রেস ক্লাবের আহ্বায়ক শারফুদ্দীন কাশ্মীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল আলমের সঞ্চালনায় অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য জাবেদুল ইসলাম ভূঁইয়া।

এরপর প্রেস ক্লাবের সাবেক সদস্যদের স্মরণ করে সূচনা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি নুরুল আলম। এ সময় সম্পাদকীয় উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

প্রেসক্লাবের নতুন সদস্য অর্ন্তভুক্ত, মিরসরাই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কমিটি গঠনসহ নানাদিক নিয়ে মতামত ব্যক্ত করেন প্রতিষ্ঠাতা সদস্য নুরুন নবী আজাদ, কামাল উদ্দিন বিটু, মীর হোসেন, শাহাদাত হোসেন পারভেজ, ওয়াজি উল্ল্যাহ।

প্রথম অধিবেশন পর্যবেক্ষণ করেন সময় টিভির ওয়েব সম্পাদক মাহফুজুর রহমান। আহ্বায়ক শারফুদ্দীন কাশ্মীরের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে প্রথম অধিবেশ সম্পন্ন হয়।

দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন সময় টিভির ওয়েব সম্পাদক মাহফুজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, সদস্য ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্তী, সৈয়দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জামশেদ আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ।

অন্যদেরর মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার, মিরসরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মেহের গ্রুপের চেয়ারম্যান নুরুল আলম, ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদ খান চৌধুরী, এনজিও সংস্থা অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, জমজম সুইটস অ্যান্ড ব্কেসের চেয়ারম্যান আবুল খায়ের সেলিম, মিরসরাই উপজেলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তরুণ ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল