১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ

বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ - নয়া দিগন্ত

পার্বত্য জেলা বান্দরবানে তীব্র তাপদাহের সাথে বইছে গরম বাতাস। প্রচণ্ড গরম, কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশে একের পর এক জারি করা হচ্ছে হিট অ্যালার্ট। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে বান্দরবানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বান্দরবান পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় জেলা সদরের কেন্দ্রীয় ইদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী।

এতে বাজার শাহী জামে মসজিদের খতিব এহসানুল হক আল মঈন, জর্জ কোট মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক, পৌরসভার মেয়র মো: সামসুল ইসলামসহ কয়েক শতাধিক মুসল্লি অংশ নেন।

গরমের এই তীব্রতা থেকে শিশু ও বয়স্কদের সুরক্ষা এবং অসুস্থতার হার কমানোর পাশাপাশি সমগ্র পৃথিবীতে শান্তির প্রত্যাশা করেন মুসল্লিরা।

 


আরো সংবাদ



premium cement

সকল