১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭

- ছবি : ফাইল

কক্সবাজারের চকরিয়ায় এক যুবককে অস্ত্রের মুখে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় এজাহারভুক্ত সাত আসামিকে ফেনীর মহিপাল থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার সকাল ১০টায় র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো: আনোয়ার হোসাইন শামীম এই তথ্য জানান। এর আগে বুধবার রাতে ফেনী জেলার মহিপাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট পূর্ব ডুমখালী এলাকার আকতার আহমদের ছেলে মো: নুরুল আলম (৩২), ছৈয়দ আলমের ছেলে মো: শাহ আলম (২৭), নুর আহম্মদের ছেলে আবু বক্কর (২৭), মরহুম ছিদ্দিক আহম্মদের ছেলে মো: আজিজুল হক (৪০), সৈয়দ আহমদের ছেলে মনসুর আলম (৩২), ইব্রাহিম খলিলের ছেলে মো: আবু হানিফ (৩২) ও আকতার আহমদের ছেলে নুরুল আনোয়ার (৩৩)।

র‍্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসাইন জানান, ‘গতকাল সন্ধ্যায় ঘটনার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামিসহ মামলার এজাহারভুক্ত কয়েকজন আসামি ফেনী জেলার মহিপাল এলাকায় অবস্থানের খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এতে সেখানে একটি বসত ঘরে আত্মগোপন অবস্থায় সাতজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।’

মামলার এজাহারের বরাতে আনোয়ার হোসাইন বলেন, ‘গত ২৫ মার্চ সন্ধ্যায় চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী স্টেশনের একটি দোকানে বন্ধুদের সাথে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন আব্দুর রহমান। এ সময় একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গত ২৭ মার্চ আব্দুর রহমানের স্ত্রী সাবিনা ইয়াসমিল ১৯ জনের নাম উল্লেখসহ ৩৪ জনকে আসামি করে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।’

তিনি আরো বলেন, ‘মামলাটি দায়েরের পর থেকে পুলিশের পাশাপাশি র‌্যাবও ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে। এক পর্যায়ে বুধবার রাতে ঘটনার মূল পরিকল্পনাকারী মনসুর আলমসহ এজাহারভুক্ত কয়েকজন আসামি ফেনী জেলার মহিপাল এলাকায় আত্মগোপনের খবর পায় র‌্যাব। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে।’

গ্রেফতার আসামিদের চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান আনোয়ার হোসাইন।


আরো সংবাদ



premium cement