১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাতামুহুরিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২

মাতামুহুরিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ - সংগৃহীত

চকরিয়া উপজেলার বেতুয়া বাজার ব্রিজের দক্ষিণ পাশে মাতামুহুরি নদীতে মাছ ধরতে গিয়ে মনছুর আলম (২২) ও মোহাম্মদ মুবিন (১৮) নামে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) সকালের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালাগাজী সিকদার পাড়ার মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ মনসুর এবং ৭ নম্বর ওয়ার্ডের সিকান্দার পাড়ার মোহাম্মদ মনুর ছেলে মোহাম্মদ মুবিন সকালে মাতামুহুরি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এ খবর পেয়ে এলাকাবাসী ও চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদের উদ্ধার করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সংবাদ লিখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement