০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

পেকুয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪

আহতদের কয়েকজন। - ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়ায় দু’পক্ষের মধ্যে জমির বিরোধ নিয়ে সংঘর্ষ হয়েছে। এ সময় চারজন নারী, স্কুল ও কলেজের দু’শিক্ষার্থীসহ অন্তত ১৪ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতরা হলেন রাজাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর সুন্দরীপাড়ার মরহুম নজু মিয়ার ছেলে হাজী আবদুল গণি (৮২), তার ভাই আক্তার হোসেন (৬৫), আক্তার হোসেনের স্ত্রী মিনা আক্তার (৫০), হাজী আবদুল গণির ছেলে বেলাল হোসেন (৪০), তার ভাই দেলোয়ার হোসেন (৩৮), আক্তার হোসেনের ছেলে শাকের উল্লাহ (২৩), বেলাল হোসেনের ছেলে স্কুলছাত্র তৌহিদুল ইসলাম (১৬), বেলাল হোসেনের স্ত্রী রুবি আক্তার (৩৫), দেলোয়ার হোসেনের স্ত্রী পারভীন আক্তার (২৮), মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র বেলাল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (১৪), মোস্তাক আহমদের ছেলে চট্টগ্রাম কলেজের ছাত্র আনোয়ারুল ইসলাম (২২), হাজী আবদুল গণির ছেলে মোস্তাক আহমদ (৫৫), মোস্তাক আহমদের স্ত্রী জোবাইদা বেগম (৪০), মোস্তাক আহমদের ছেলে ওয়াহিদ (২০), মোস্তাক আহমদের ছেলে ১০ম শ্রেণির ছাত্র আনোয়ার হোসেন (১৫)।

আহত বেলাল হোসেন জানান, রাজাখালী ইউনিয়নের উত্তর সুন্দরীপাড়ায় ১৯ শতক জায়গা নিয়ে হাজী আবদুল গণির ছেলে আক্তার হোসেন গংদের সাথে ও জামাল হোসেন গংদের মধ্যে বিরোধ চলছিল। দু’পক্ষের বিরোধ নিস্পত্তির জন্য স্থানীয় পর্যায়ে উদ্যোগ নেয়া হয়েছে। ঘটনার দিন দুপুরে বিরোধীয় জায়গা পরিমাপের জন্য সালিশি প্রতিনিধিসহ সার্ভেয়াররা সেখানে উপস্থিত হন। জায়গা পরিমাপ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। এর জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এ ব্যাপারে বয়োব্দ্ধৃ হাজী আবদুল গণি জানান, তারা পূর্ব থেকে ওঁৎ পেতে ছিল। লাঠিসোটা ও ধারালো দা, কিরিচ নিয়ে অতর্কিত হামলা করে। আমিসহ ১৪ জন আহত হয়েছি।

আক্তার হোসেনের স্ত্রী মিনা আক্তার জানান, আমরা হাসপাতালে ভর্তি হয়েছি। আরো আহত কয়েকজন চিকিৎসার জন্য হাসপাতালে আসতে পারেনি। পাঁচজন জখম অবস্থায় বাড়িতে অবরুদ্ধ রয়েছে।

অপরদিকে জামাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে এ জায়গা নিয়ে তারা আমাকে হয়রানি করছে। অতর্কিত হামলায় আমরাও আহত হয়েছি। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement