০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ঢাকা থেকে বেড়াতে আসা মেয়ের সাথে সম্পর্ক গড়া নিয়ে সংঘর্ষে হতাহত ৪

ঢাকা থেকে বেড়াতে আসা মেয়ের সাথে সম্পর্ক গড়া নিয়ে সংঘর্ষে হতাহত ৪ - নয়া দিগন্ত

নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাদশা মিয়া (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন বাড্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত বাদশা মিয়া বাড্ডা গ্রামের আবু কালামের একমাত্র ছেলে।

জানা গেছে, আহতদের মধ্যে সাইফুল ইসলাম ও জিহাদ নামে দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ও কুমিল্লায় পাঠানো হয়েছে। আরেকজনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতদের বোন পপি আক্তার নবীনগর থানায় অনিক মিয়াকে প্রধান আসামি করে এজাহারভুক্ত ২১ ও অজ্ঞাতনামা আরো ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এলাকাবাসী জানান, ঢাকা থেকে বাড্ডা গ্রামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে একটি মেয়ে বেড়াতে এলে ওই মেয়ের সাথে মামলার প্রধান আসামি অনিক ও তার বন্ধুরা সম্পর্ক তৈরির চেষ্টা করেন। অপরদিকে মহল্লার সাইফুল, জিহাদ, তারেক ও তার বন্ধুরা একই মেয়ের সাথে কথা বলতেন। ওই মেয়ের সাথে কথা বলতে নিষেধ করেন আসামি পক্ষের শাহ আলম মিয়ার ছেলে সোহেল মিয়া। এ নিয়ে শুক্রবার হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন বাদশা ছিলেন মির্জাচর এলাকায় একটি বিয়ের দাওয়াতে। হাতাহাতির বিষয়টি মীমাংসা করে দেয়ার জন্য গ্রামের মাতব্বরদের জানানো হলেও তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। পরদিন শনিবার সন্ধ্যার পর আসামি পক্ষের লোকজন বাড্ডা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে চা খাওয়ার নাম করে ওই মেয়ের খবর নিতে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে সাইফুল আহত হয়। এটি দেখে বাদশা চিৎকার দিলে হামলাকারীরা বাদশা মিয়ার উপর হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে। এরপর তারেক ও জিহাদকে কুপিয়ে আহত করা হয়।

আরো জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা ও ঢাকায় রেফার করেন। ঢাকায় নেয়ার পথিমধ্যে রক্ত শূন্যতায় বাদশা মিয়া মারা যান। মারা যাওয়ার আগে হামলাকারীদের কয়েকজনের নাম নিজ মুখে বলে গেছেন। আহত সাইফুলের অবস্থা এখনো আশঙ্কাজনক।

মামলার বাদী পপি আক্তার জানান, আমাদের তিন বোনের মাঝে একমাত্র ভাই বাদশা। ভাই বিদেশ যাওয়ার কথা ছিল কয়েক মাসের ভেতরে। আমার ভাই এই ঘটনার সাথে জড়িত নাই। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান, এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। নিহতের লাশ রাতেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের বোন মামলা দায়ের করেছেন। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
দূষিত শহরের তালিকার আবারো শীর্ষে ঢাকা ভোটার হওয়ার বয়স ১৭ হলে যে প্রভাব পড়বে আগামী নির্বাচনে কুড়িগ্রামে শীত উপেক্ষা করে ইরি চাষে ব্যস্ত কৃষক এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ এবার মালয়েশিয়ায় আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের খেলা আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা

সকল