বান্দরবানে কেএনএফের তৎপরতার প্রতিবাদে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
- বান্দরবান প্রতিনিধি
- ২০ এপ্রিল ২০২৪, ১৬:৪০
পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদ জানিয়েছে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা। একই সাথে ওই সংগঠনটির সাথে অপর পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জড়িত থাকার দাবিও অস্বীকার করেছেন তারা।
শনিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে কেএসআই মিলনায়তনে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক নেতাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এই প্রতিবাদ জানানো হয়।
বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি খুশি রায় ত্রিপুরা, বম সম্প্রদায়ের প্রতিনিধি লালজারলম বম, অ্যাডভোকেট কাজী মহিতুল হোসেন যত্ন, চাকমা সম্প্রদায়ের প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, ম্রো সম্প্রদায়ের প্রতিনিধি রাংলাই ম্রো, সাংবাদিক মনিরুল ইসলাম মনু প্রমুখ।
এছাড়া সভায় বান্দরবানের বিভিন্ন জায়গার হেডম্যান কারবারিরা অংশ নেযন। সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা কেএনএফ সদস্যদের সন্ত্রাসী তৎপরতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অনুরোধ জানান। একই সাথে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে শান্তি কমিটির আলোচনা চালিয়ে যাওয়ারও অনুরোধ জানান নেতারা।
গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে কেএনএফ সদস্যরা অস্ত্র, গুলি ও টাকা লুট করে। ওই ঘটনার পর বান্দরবানের দুর্গম এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে।