১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুমিল্লায় বাসের পেছনে বাসের ধাক্কা নিহত ১

- ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার চান্দিনায় বাসের পেছনে অপর একটি বাসের ধাক্কায় অলিউল্লাহ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলা হাড়িখোলা মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অলিউল্লাহ দেশ ট্রাভেলস বাসের সুপারভাইজার বলে জানা গেছে। তবে, বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চট্টগ্রামমুখী লেনে ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলস এক্সপ্রেস নামের ওই বাসটি ওভারটেকিং করার সময় পাপিয়া ট্রান্সপোর্ট নামে অপর একটি বাসকে ধাক্কা দেয়। এতে দেশ ট্রাভেলস নামক বাসটির সামনের অংশ দুমরে মুচড়ে যায়। এতে চাপা পড়ে বাসের সুপারভাইজার। তাৎক্ষণিক উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, ঘটনার পরই দুই বাসের চালক পালিয়ে গেছেন। তবে গাড়ি দু’টি জব্দ করা হয়। দেশ ট্রাভেলস পরিবহন কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে। তারা এসে নিহতের পরিচয় নিশ্চিত করবে।’


আরো সংবাদ



premium cement