০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

মিরসরাইয়ে বজ্রপাতে কৃষকের তিন গরুর মৃত্যু

মিরসরাইয়ে বজ্রপাতে কৃষকের তিন গরুর মৃত্যু - সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতে কৃষকের তিনটি গরু মারা গেছে। ওই তিনটি গরুর মূল্য প্রায় তিন লাখ টাকা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোররাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ চরে এ ঘটনা ঘটেছে।

রহমতাবাদ এলাকার বাসিন্দা নুরুল হুদা বলেন, ‘বৃহস্পতিবার ভোরে বজ্রপাতে আমার এলাকার সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান, রেজাউল করিম ও আবুল হাসেমের তিনটি গরু বজ্রপাতে মারা যায়। গরুগুলো বাড়ির অদূরে চরে বাঁধা ছিল। সকালে গিয়ে দেখতে পায় যে গরুগুলো পড়ে রয়েছে। মারা যাওয়া গরুর মূল্য প্রায় তিন লাখ টাকা হবে।’

মিঠানালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রফিউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার বলেন, ‘বজ্রপাতে আমার ওয়ার্ডে তিনটি গরু মারা গেছে। তারা অনেক কষ্টে গরুগুলো লালন পালন করছেন।’


আরো সংবাদ



premium cement