১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সীতাকুণ্ডে লেকের পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

- ছবি - ইন্টারনেট

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝর্ণা দেখতে গিয়ে লেকের পানিতে ডুবে তাহমিদ (১৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার ছোট দারোগার হাটস্থ সুপ্তধারা ঝর্ণাতে এ ঘটনা ঘটে।

নিহত তাহমিদের বাড়ি রাউজানের গহিরা গ্রামে। তার বাসা মহানগরীর কুসুমবাগ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে তিন বন্ধু মিলে চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডের সুপ্তধারা ঝর্ণা দেখতে যান তিনি। দুপুর দেড়টার সময় তারা লেকের পানিতে গোসল করতে নামলে একজন পানিতে ডুবে যান। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে লেক থেকে মৃতবস্থায় তাহমিদকে উদ্ধার করে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, দুপুর দেড়টার সময় আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তিন বন্ধু লেকের পানিতে ডুব দিলে দু’জন উঠে এলেও অপরজন ডুবে যান।

তিনি আরো বলেন, বিকেল ৩টার সময় আমরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করি। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, এই ঘটনায় কোনো পক্ষের অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement