০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

কক্সবাজারে হোটেলের সুইমিংপুলে ডুবে শিশু পর্যটকের মৃত্যু

- ছবি - ইন্টারনেট

কক্সবাজারে হোটেলের সুইমিংপুলে ডুবে সাফানা খান (৪) নামের শিশু পর্যটকের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের কলাতলীতে তারকা মানের হোটেল ওশান প্যারাডাইসের সুইমিংপুলে এই ঘটনা ঘটে।

নিহত শিশু ঢাকা ওয়ারি এলাকার মনিরুজ্জামানের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অধিনায়ক আপেল মাহমুদ।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা ওয়ারি এলাকা থেকে মনিরুজ্জামান নামক এক পর্যটক কক্সবাজার তারকা মানের হোটেল ওশান প্যারাডাইসের ৫০৪নং কক্ষে ওঠেন। বিকেল ৫টার দিকে হোটেলে সুইমিংপুলে গোসল করতে যান।

তিনি আরো জানান, একসাথে বাবা ও মেয়ে সুইমিংপুলে সাতার কাটছিলেন। এক সময় বাবার হাত থেকে ছুটে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement