১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের পাঁচপাড়ায় প্রতিপক্ষের গুলিতে আহত ছাত্রলীগ নেতা মো: সজিব মারা গেছেন।

মঙ্গলবার দিবাগত রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর গ্রুপ অতর্কিত গুলি চালিয়ে সজিবসহ ছয়জন ছাত্রলীগ নেতাকর্মীকে আহত করে।

পরে এ ঘটনায় সোমবার দিবাগত রাতে সজিবের মা বুলি বেগম চন্দ্রগঞ্জ থানায় থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সদস্য সচিব তাজু ভুঁইয়াসহ ১১ জনের নাম উল্লেখ করে ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাজু ভূঁইয়াসহ তিনজনকে গ্রেফতার করে এবং মঙ্গলবার আদালতে হস্তান্তর করে।

মো: সজিব সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়া গ্রামের মরহুম সিরাজ মিয়ার ছেলে। তিনি কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র এবং ছাত্র নেতা ছিলেন।

জানা গেছে, স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জের ধরে লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচপাড়া গ্রামের জৈদের পুকুরপাড় এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের গুলিতে গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর গ্রুপ অতর্কিত গুলি চালিয়ে সজিবসহ ছয়জন ছাত্রলীগ নেতাকর্মীকে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মো: সজিবসহ চারজনকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সজিবের মাথায় অস্ত্রপচার করা হলেও তার আর জ্ঞান ফিরেনি। পরে মঙ্গলবার দিবাগত রাত ২টায় ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।


আরো সংবাদ



premium cement
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩ রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ গুম কমিশনের প্রতিবেদনে ভয়াবহ নির্যাতনের চিত্র বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : সোনাগাজীতে আ’লীগ নেতা গ্রেফতার দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ

সকল