০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

চকরিয়ায় আধিপত্য বিস্তারে কুপিয়ে হত্যা

চকরিয়ায় আধিপত্য বিস্তারে কুপিয়ে হত্যা - ছবি : প্রতীকী

চকরিয়া উপজেলার সুরাজপুর--মানিকপুর ইউনিয়নে উত্তর পাড়া গ্রামে আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ সেলিম (৪৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরো একজন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার( ১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

সেলিম নুর আহমেদের ছেলে3 স্থানীয়রা জানান, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়াডের উত্তর পাডার নবীন ক্লাবের সামনে ইউপি নির্বাচনী বিরোধ ও আধিপত্যকে কেন্দ্র করে জাহেদ মেম্বারের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহেদ মেম্বারসহ তার লোকজন সেলিমকে কুপিয়ে জখম করে । পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।

আহত শফি আসলকে (৫৫) হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে জানা যায়। 

সুরাজপুর--মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। 

তিনি আরো জানান, জাহেদ মেম্বারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানা যায়। আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। নিহত ও আহত দু'জনই আকবর হত্যা মামলার আসামি বলে তিনি জানান।


আরো সংবাদ



premium cement