কমলনগর উপজেলায় ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল
- কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
- ১৫ এপ্রিল ২০২৪, ১৭:০৪
লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৩ মনোনয়নপত্র দাখিল করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থিরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিন (আজ) ১৫ এপ্রিল শেষ সময় পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন বাপ্পি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ হিরন, সাবেক কালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম আব্দুল গফুর তহশিলদারের ছেলে মো: আবদুর রহমান দিদার, মরহুম মনোহর আলি কনটাক্টরের ছেলে মো: বাবুল মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর নবী চৌধুরী।
ভাইস চেয়ারম্যান পদে দাখিল করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় ওলামালীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ইসরাফিল, ছাত্রলীগ নেতা সালেহ উদ্দিন রাজু, আলাউদ্দিন সবুজ।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা আক্তার সুমী ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহাদা আক্তার।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: জায়েদুল হোসেন চৌধুরী ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র গৃহীত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা