বর্ণিল আয়োজনে বান্দরবানে পালিত হয়েছে পহেলা বৈশাখ
- বান্দরবান প্রতিনিধি
- ১৪ এপ্রিল ২০২৪, ২২:৫৯
১২টি জনগোষ্ঠীর অংশগ্রহণে বর্ণিল আয়োজনে বান্দরবানে পালিত হয়েছে বাঙালির চিরায়ত বর্ষবরণ পহেলা বৈশাখ। সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় তার সাথে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন পুলিশ সুপার মো: সৈকত শাহীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় নানা সাজে সেজে নারী-পুরুষ অংশগ্রহণ করে। সেই সাথে ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। পরে টিসিআই মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।