মেঘনায় জামায়াতের ঈদ পুনর্মিলনী
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ এপ্রিল ২০২৪, ২০:৫৮
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার মেঘনা উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার স্থানীয় একটি মিলনায়তনে মেঘনা উপজেলা সভাপতি লোকমান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা।
উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আব্দুল কাদের, তারেক হাসান, মোহাম্মদ আল-আমিন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন মুসলিম মাহে রমজানের প্রশিক্ষণকে সামনে রেখে বাকি ১১ মাস আল্লাহর বিধান অনুযায়ী সুন্দরভাবে চলবে- এটাই রমজানের মূল শিক্ষা। মাহে রমজান আমাদের জালিমের জুলুমের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করতে উদ্বুদ্ধ করে।
বিশেষ অতিথির বক্তব্যে নাজিম উদ্দীন মোল্লা বলেন, আল্লাহর জমিমে আল্লাহর বিধান কায়েমের আন্দোলন জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে, এ কাফেলাকে কেউ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা