১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত -

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে মহাসড়কের মনসা বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন- চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার ইসমাইলের ছেলে আবদুল্লাহ আল মামুন হৃদয় (২২) ও একই এলাকার মোহাম্মদ ফোরকানের ছেলে মো: ইমরান (১৬)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পটিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, পটিয়া থেকে ছেড়ে আসা একটি মিনি বাসের চাপায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

বাসটি জব্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করে জানান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement