১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দাগনভূঞায় বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত শিক্ষার্থী

দাগনভূঞায় বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত শিক্ষার্থী - ছবি : নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে তামিম আফনার (১৮) নামের এক শিক্ষার্থী। শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর সেকান্দরপুর গ্রামের মিয়া বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।

আহত তামিম উপজেলার রাজাপুর ইউনিয়নের বাতশিরি গ্রামের মিয়া বাড়ির মো: নঈম উদ্দিন হান্নানের বড় ছেলে। তামিম তার বাবা মায়ের সাথে ঢাকায় থাকে। সে ঢাকা সরকারি মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ঈদের ছুটিতে সে গ্রামের বাড়িতে বেড়াতে আসছে।

আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার অর্থাৎ ঈদের দিন ফুফুর বাড়ি রামনগর ইউনিয়নের উত্তর সেকান্দরপুর মিয়া বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার দুপুরে গোসল করে কাপড় শুকাতে ঘরের ছাদে উঠে। সেখানে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সাথে লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তার স্বজনরা ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক শিক্ষা দিয়ে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠিয়েছে। আহতের স্বজনরা বলছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল হাসিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতের খোঁজখবর নেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement