১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কেএনএফ প্রধানের স্ত্রীসহ দুজনকে স্ট্যান্ড রিলিজ, কম্বিং অপারেশন চলছে

নাথান বমের স্ত্রী লেনসমকিম বম - ছবি : নয়া দিগন্ত

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমের স্ত্রী লেনসমকিম বম ও অপর এক সিনিয়র নার্স খ্রিস্টান বাঙালি দিপালী রাড়ইকে বান্দরবানের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালমনিরহাটে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কেএনএফের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নার্সিং বিভাগ থেকে তাদের জরুরিভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান। তবে কী কারণে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে এ বিষয়টি ওই নির্দেশনা পত্রে বলা হয়নি।

এর আগে, মঙ্গলবার (২ এপ্রিল) কুকি-চিনের সদস্যরা রুমা উপজেলা সোনালী ব্যাংকে হানা দিয়ে নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র এবং চার শতাধিক গুলি লুট করে। এ ঘটনার এক দিন পরেই থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে হানা দিয়ে প্রায় ১৮ লাখ টাকা লুট করে তারা। রুমায় সোনালী ব্যাংকে হামলার সাথে তথ্য প্রদান ও সহযোগিতাসহ বিভিন্নভাবে বম সম্প্রদায়ের অনেকেই জড়িত রয়েছে বলে একটি তথ্য গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর কাছে রয়েছে। ইতোমধ্যে যৌথ অভিযানে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে কেএনএফের সদস্যসহ ৫৬ জনকে। তারা বর্তমানে জেল হাজত রয়েছে।

বর্তমানে সন্ত্রাসী তৎপরতা দমন ও লুট করা অস্ত্র উদ্ধারে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর কম্বিং অপারেশন চলছে। রুমা উপজেলার কয়েকটি পাড়া থেকে প্রায় ৪০ জন নারী-পুরুষকে রুমা সদরের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠাই বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার : ডা. ইরান ক্রান্তিকাল পার করছে চারকোল সেক্টর আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই দেশে কল্যাণ প্রতিষ্ঠা হবে : অধ্যাপক মুজিবুর ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ৩১৬ পুলিশকে আক্রমণ : তাহেরীসহ ১৫ জনের নামে মামলা, গ্রেফতার ৩ টানা জয়ে শীর্ষে রংপুর, প্রত্যাবর্তনের ম্যাচে শান্তর ৮০ ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত : রেজাউল করিম টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান সৌম্য ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির আবাহনীকে হারিয়ে শীর্ষে মোহামেডান ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের

সকল