০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

সড়ক দুর্ঘটনা : স্বামীর পর চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী ও সন্তানের মৃত্যু

-

পরিবার নিয়ে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো প্রবাসী আবু হানিফের পর চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী ও একমাত্র ছেলেরও মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ত্রী শারমীন চৌধুরী (৩৮) ও সকালে ছেলে ইরফান হোসেনের (১৫) মৃত্যু হয়।

নিহত শারমিন চৌধুরী কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা গ্রামের প্রবাসী আবু হানিফের স্ত্রী ও নিহত ইরফান হোসেন তাদের একমাত্র ছেলে।

এর আগে গত ৭ এপ্রিল (রোববার) রাত পৌনে ১০টায় একই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় প্রবাসী হানিফের।

নিহত আবু হানিফের ছোট ভাই সাবেক ইউপি সদস্য আবুল করিম জানান, ‘আমরা চার ভাইয়ের মধ্যে আবু হানিফ ভাই দ্বিতীয়। তার এক ছেলে ও এক মেয়ে। গত ৭ এপ্রিল চান্দিনা বাজার থেকে ঈদের কেনাকাটা শেষ করে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করার সময় স্টার লাইন পরিবহনের একটি বাস চাপা দিলে মারাত্মক আহত হন আবু হানিফ ভাই, তার স্ত্রী ও ছেলে। হাসপাতালে নেয়ার পর আবু হানিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এবং স্ত্রী ও সন্তান কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউতে ছিলেন। পরে তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ভাবি এবং সকালে ভাতিজার মৃত্যু হয়।’

তিনি আরো জানান, ‘আমার ভাই আবু হানিফের পরিবারে একমাত্র মেয়ে মরিয়ম (৪) ছাড়া আর কেউ রইল না।’

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মর্মান্তিক এক দুর্ঘটনায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেলো একটি পরিবার। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’


আরো সংবাদ



premium cement
আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ

সকল