১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খাগড়াছড়িতে ফের নবজাতকের পরিত্যক্ত লাশ উদ্ধার

- প্রতীকী ছবি

খাগড়াছড়িতে আবারো পৌরসভার ব্রিজের পাশে পাবলিক টয়লেটের সামনে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকালে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশটি উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খাগড়াছড়ি ব্রিজের পাশে পাবলিক টয়লেটের সামনে পরিত্যক্ত একটি ছাউনির নিচে কাপড়ে মোড়ানো নবজাতকটি দেখতে পায় পাবলিক টয়লেটে আসা লোকজন। কাপড়ে নবজাতক মোড়ানো দেখে পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান জানান, ধারণা করা হচ্ছে প্রসবের পর নবজাতকটিকে রেখে যাওয়া হয়েছে। কে বা কারা লাশটি রেখে গেছে তা শনাক্তের কাজ চলছে।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি খাগড়াছড়ি শহরের মধুপুর এলাকার খাল থেকে কাপড়ে মোড়ানো আরেকটি নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।


আরো সংবাদ



premium cement