লক্ষ্মীপুরে নিখোঁজের ৫ দিন পর অটোচালকের লাশ উদ্ধার
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- ০৬ এপ্রিল ২০২৪, ২০:০৭
লক্ষ্মীপুরে নিখোঁজের পাঁচ দিন পর ফজল করিম (৬৫) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) বিকেলে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডস্থ আমজাদ পাটওয়ারী সড়কের একটি ডোবা থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
ফজল করিম ওই সড়কের কাদির বক্স হাওলাদার বাড়ির মরহুম দরবেশ মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে ডেটল কেনার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার বিকেলে বাড়ির পাশ্ববর্তী ডোবায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। ফজল শাররিকভাবে অসুস্থ ও মানষিকভাবে বিকারগ্রস্থ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা