চকরিয়ায় ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে পা হারানো রিয়াদের মৃত্যু
- চকরিয়া( কক্সবাজার) সংবাদদাতা
- ০৬ এপ্রিল ২০২৪, ১৬:৫১
কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় বদরখালীতে ছিনতাইকারী দলের টাকা ভাগাভাগির বিরোধে পা হারানো মোহাম্মদ রিয়াদ (৩০) মারা গেছেন। অন্য দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম হাসপাতালে তিনি মারা যান। এর আগে, শুক্রবার রাত ১১টার দিকে বদরখালী ইউনিয়নের টুটিয়া পাড়া রাস্তায় এ ঘটনা ঘটে।
রিয়াদ বদরখালী ইউনিয়নের মাগনা পাড়ার ফরিদুল ইসলাম ছেলে।
আহত অন্য দু’জন টুটিয়া খালী পাড়ার আবদুল জলিলের ছেলে মোহাম্মদ ছোটন (৩২) তার হাত কেটে দেয় ও জিদান আল নাহিয়ান (২৫) গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়।
উল্লেখ্য, উপকূলীয় বদরখালী ইউনিয়নে একটি সংবদ্ধ চক্র মোটরসাইকেল চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। শুক্রবার রাত ১১টার দিকে মোটরসাইকেল করে জিদান আল নাহিয়ান (২৫)-সহ তিনজন বদরখালী বাজার থেকে যাওয়ার পথে টুটিয়া খালী রাস্তায় প্রতিপক্ষ গুলি করে। এ সময় তারা রাস্তায় পড়ে গেলে প্রতিপক্ষ একদল ছিনতাইকারী এসে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে চকরিয়া সরকারি হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।