বাঁশখালীতে একইসাথে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৫ এপ্রিল ২০২৪, ২০:২৭
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা একইসাথে পুকুরে ডুবে ওয়াজিফা বেগম (৫) ও মারিয়া আক্তার (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার শিলকূপ ইউনিয়নের মাইজপাড়া এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুদের মধ্যে ওয়াজিফা মাইজপাড়ার আবু সালেকের মেয়ে এবং মারিয়া একই এলাকার রিয়াজুদ্দিনের মেয়ে।
বাঁশখালী সরকারি হাসপাতালের আরএমও ডাক্তার রিয়াদ মারজুক সন্ধ্যায় বিষয়টি দৈনিক নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই দুই শিশু একইসাথে খেলছিল। পরে সবার অলক্ষ্যে পুকুরে পড়ে যায়। পরে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাঁশখালী সদর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা