০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
গাউছিয়া হক মনজিলে ৮৮তম ওরশ উদযাপন

বিশ্বমানবতার মুক্তি এবং সমগ্র সৃষ্টির কল্যাণ কামনা

অনুষ্ঠানে ছদরত করছেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন রাহবারে আলম শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ) - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকায়ে মাইজভাণ্ডারীর দিকপাল আওলাদে গাউছে মাইজভাণ্ডারী শাহ সূফি সৈয়দ গোলামুর রহমান (কঃ) প্রকাশ বাবা ভাণ্ডারীর ৮৮তম ওরশ শরীফ শুক্রবার (৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এই পবিত্র ওরশ শরীফ নানা কর্মসূচির মাধ্যমে শেষ হয়েছে।

বাদ ফজর বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) মাজার শরীফ এ গিলাফ শরিফ চড়ানো, ফুল-আতর ছিটানো ও মিলাদ কেয়াম মুনাজাতের মধ্যে দিয়ে (২২ চৈত্র) ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরবর্তীতে আওলাদে পাকগণ ও আশেক ভক্ত জায়েরীণদের নিয়ে গাউসুল আজম হযরত সৈয়দ আহামদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ), গাউসুল আজম বিল বেরাসত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ) এবং অছিয়ে গাউসুল আজম হযরত সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারী (কঃ)-র রওজা শরীফ জেয়ারতে অংশ নেন ও মুনাজাত পরিচালনা করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটির কর্মকর্তারা।

পবিত্র আখেরি জুমার নামাজ শেষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) মাজার শরীফে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে ছদরত করেন গাউসুল আযম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভণ্ডারীর (কঃ) প্র-পৌত্র বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) একমাত্র ছেলে মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন আওলাদে রাসূল, আওলাদে গাউসুল আযম রাহবারে আলম শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ)। এ সময় বিশ্বমানবতার মুক্তি এবং সমগ্র সৃষ্টির কল্যাণ কামনা করা হয়।

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরীসহ অন্য কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় সকল আশেক ভক্তদের জন্য উন্মুক্ত ইফতার ও তদারুকের ব্যবস্থা গ্রহণ করা হয়।

বাবা ভাণ্ডারীর ওরশ উপলক্ষে দূরদূরান্ত থেকে আশেক ভক্তরা মাইজভাণ্ডার শরীফে এসেছেন। দুপুরে আগত আশেক ভক্ত জায়েরীণদের সাক্ষাৎ প্রদান করেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন রাহবারে আলম শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ)। রাত ১০টার কেন্দ্রীয় মিলাদ কেয়াম, মুনাজাত ও তাবাররুকাত পরিবেশনের মধ্য দিয়ে পবিত্র ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শেষ হয়।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
সরিষাবাড়ীতে ট্রাক্টরচাপায় শ্রমিকের মৃত্যু চট্টগ্রাম আদালতের নথি চুরির ঘটনায় বিচারাধীন মামলায় প্রভাব পড়বে না কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে : রফিকুল ইসলাম ‘পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করবে সরকার’ সোনাগাজীতে উপজেলা আ'লীগ নেতা গ্রেফতার দেশে ফিরলেন ৯০ জন, ভারতে গেলেন ৯৫ ময়মনসিংহে শীতার্তদের মাঝে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ এক কার্গো এলএনজি ও ৫০ হাজার টন চাল কিনবে সরকার ‘চব্বিশের বিজয়কে অর্থবহ করতে তরুণ প্রজন্মকে বইমুখী করতে হবে’ সীমান্তে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে গেল ভারতীয় পুলিশ লন্ডনের উদ্দেশে বাসা থেকে বের হলেন খালেদা জিয়া

সকল