০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

খাগড়াছড়ির ব্যাংকগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে

খাগড়াছড়ির ব্যাংকগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে - সংগৃহীত

বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় খাগড়াছড়ির সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

খাগড়াছড়ি জেলা সদর ও উপজেলা সদরের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা জানান, ‘নিরাপত্তা নিয়ে তাদের কোন উদ্বেগ নেই। তবে বান্দরবানের ব্যাংক ডাকাতির পর থেকে সর্তকতা বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।’

খাগড়াছড়ি জেলা সদরের সোনালী ব্যাংকের এজিএম সমর কান্তি ত্রিপুরা বলেন, ‘থানচি ঘটনার পর ব্যাংকে ভার্চুয়াল সভা হয়েছে। সেখানে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া ব্যাংকের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে।’

খাগড়াছড়ি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক দেবাশীষ ত্রিপুরা বলেন, ‘আজ সকাল ৭টায় আমাদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে যেহেতু জেলা শহরে আছি, তাই নিরাপত্তা নিয়ে তেমন কোন শঙ্কা করছি না। কিন্তু সর্তক আছি। নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। আজ থেকে দু’জন গানম্যান দায়িত্ব পালন করবে। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

খাগড়াছড়ি জেলা ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক মো: নুরুউদ্দিন চৌধুরী বলেন, ‘সকাল থেকে একাধিকবার পুলিশ সদস্যরা ব্যাংক পরিদর্শন করেছে। সরকারিভাবেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। ফলে নিরাপত্তা নিয়ে কোনো সঙ্কট নেই। ব্যাংকের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে।’

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, ‘আমরা সবাইকে ম্যাসেজ দিয়েছি তারা যেন সর্তক থাকে। পুলিশী নিরাপত্তা পাশাপাশি গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে পুরো জেলায়। যতটুকু নিরাপত্তা দরকার ততটুকু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

বান্দরবানে ব্যাংক ডাকাতির প্রেক্ষাপটে খাগড়াছড়ির সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, ‘ইতোমধ্যে বিভিন্ন ব্যাংকে নির্দেশ দেয়া হয়েছে। ব্যাংকগুলোতে পুলিশের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এ ছাড়া ‘কোর কমিটি’র মিটিংয়েও ব্যাংকের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল