চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের ইফতার সম্পন্ন
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ০২ এপ্রিল ২০২৪, ২২:৪৮, আপডেট: ০২ এপ্রিল ২০২৪, ২৩:২১
চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় সকল সদস্যদের নিয়ে জাঁকজমক পরিবেশে ইফতার পার্টি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) আনোয়ার শপিং কমপ্লেক্সের গ্রীন চিলি রেস্তোরাঁ হল রুমে অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইবনে আমিনের সভাপতিত্বে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের চকরিয়া সংবাদদাতা রফিক আহমদ, সহ-সভাপতি, যায়যায় দিন প্রতিনিধি মোহাম্মদ মন্জুর, বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দীন, আলোকিত চকরিয়ার সম্পাদক হাবিবউল্লাহ, সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি ছোটন কান্তি নাথ, কোষাধ্যক্ষ ও পূর্বদেশ প্রতিনিধি ইকবাল ফারুকসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।