১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মিরসরাইয়ে বাসের ধাক্কায় নারী নিহত, আহত ২

-

মিরসরাইয়ে বাসের ধাক্কায় মাম্পি মজুমদার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো দু’জন।

রোববার (৩১ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাম্পি মজুমদার মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বোর্ড অফিস বাজার সংগলগ্ন দাশপাড়া এলাকার মনুরাজ মজুমদারের মেয়ে।

এ ঘটনায় আহত হয়েছেন মাম্পির চাচাতো বোন প্রেমা মজুমদার (১৪) ও মাম্পির সাত বছর বয়সী মেয়ে। তার নাম পাওয়া যায়নি। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, নিহত মাম্পি একটি মেয়ে এবং একটি বাচ্ছাসহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলো রাস্তা পার হওয়ার জন্য। এ সময় ঢাকামুখী স্থানীয় উত্তরা পরিবহন ও একটি ট্রাক ওভারটেকিং করতে গিয়ে উত্তরা বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মাম্পি নিহত হন এবং সাথে থাকা মেয়েরা আহত হয়।

নিহত মাম্পি মজুমদারের স্বজন আশিক মজুমদার জানান, রোববার দুপুরে নিজের সাত বছরের মেয়ে সন্তান ও চাচাত বোনকে নিয়ে বাপের বাড়ি থেকে ফেনীর ফাজিলপুরে স্বামীর বাড়িতে যাচ্ছিল। আমি যতটুকু শুনেছি তারা মিঠাছরা থেকে বাসে উঠেছে। তবে বারইয়ারহাট কেন গাড়ি থেকে নামছে তা বুঝতে পারছি।

আশিক আরো বলেন, এই ঘটনায় মাম্পির সাত বছর বয়সী মেয়ে সন্তান ও তার চাচাত বোনও আহত হয়েছে। তাদেরকে নিয়ে আমি হাসপাতালে আছি। নিহত মাম্পির লাশ স্বামী বিক্রম ভৌমিকের বাড়িতে দাহ করা হবে।

যোগাযোগ করা হলে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন, রাস্তা পার হওয়ার সময় উত্তরা পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে মাম্পি মজুমদার নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement