দাগনভুঞায় চেতনানাশক প্রয়োগ করে ঘরে লুটপাট
- দাগনভুঞা (ফেনী) সংবাদদাতা
- ৩০ মার্চ ২০২৪, ১৭:২৩
ফেনীর দাগনভুঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামের বিরেন্দ্র দাস বাড়িতে শুক্রবার (২৯ মার্চ) চেতনানাশক প্রয়োগ করে ঘরে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে অসুস্থ হয়ে চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার (৩০ মার্চ) ঘটনার বিস্তারিত বিবরণে ভুক্তভোগী জগদীশ চন্দ্র দাসের ছেলে পার্থ প্রতীম দাস নয়া দিগন্তকে জানান, শুক্রবার রাতে আমার বাবা জগদিস চন্দ্র দাস ঝন্টু ও কানু লাল দাসের ঘরে অজ্ঞাত দুষ্কৃতকারীরা বসতঘরের পেছনের দরজা ভেঙে প্রবেশ করে। এরপর ঘরের সবাইকে চেতনানাশক প্রয়োগ করে অজ্ঞান করে আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
শনিবার আমার মা গীতা রানী দাসের কিছুটা জ্ঞান ফিরলে আমাকে বিষয়টি ফোনে জানায়। আমি তখন বাড়ির অন্যদের মোবাইলে বিষয়টি অবগত করালে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফেনী জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। অসুস্থদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন গীতা রানী দাস (৬০), জগদীশ চন্দ্র দাস (৬৬), কানু লাল দাস (৬৮) ও গীতা রানী দাস (৫২)।
এ বিষয়ে জানতে চাইলে দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুরুরি বিভাগের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম নয়া দিগন্তকে জানান, শনিবার (৩০ মার্চ) সকালে অচেতন অবস্থায় চারজন রোগীকে অত্র হাসপাতালে নিয়ে আসা হয়। আমি তাদেরকে দেখে তিনজনকে হাসপাতালে ভর্তি রাখি। বাকি একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করি। ভর্তিকৃতরা বর্তমানে আশঙ্কা মুক্ত রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে দাগনভুঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল হাসিম নয়া দিগন্তকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা