১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পানছড়ি উপজেলায় চলমান বাজার বয়কট স্থগিত ঘোষণা

পানছড়ি উপজেলায় চলমান বাজার বয়কট স্থগিত ঘোষণা - ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চলমান বাজার বয়কট কর্মসূচি ২০ দিনের জন্য স্তগিত করেছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

শুক্রবার (২৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত বয়কট স্থগিত রাখার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ইউপিডিএফ পানছড়ি ইউনিটের প্রধান সংগঠক অপু ত্রিপুরা।

পানছড়ি বাজার উন্নয়ন কমিটির আবেদনের প্রেক্ষিতে পাহাড়ি সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি, মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসবের কথা বিবেচনা করে সংগঠনটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

বিবৃতিতে বলা হয়- বিপুল, সুনীল, লিটন, রুহিনের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য পানছড়ি বাজার বয়কট কর্মসূচি চলছে। সামনে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি ও মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসবের কথা বিবেচনা করে এবং বাজার কমিটির আবেদনের প্রেক্ষিতে পার্টির পক্ষ থেকে আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত পানছড়ি বাজার বয়কট কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সময়ের মধ্যে খুনিদের গ্রেফতারে কোনো পদক্ষেপ নেয়া না হলে আগামী ২১ এপ্রিল থেকে পুনরায় বাজার বয়কট কার্যকর হবে বলেও ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর পানছড়ির অনিলপাড়ায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের চার নেতা নিহত হয়। এর প্রতিবাদে পানছড়ি বাজার বয়কট কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।


আরো সংবাদ



premium cement