চকরিয়ায় চলন্ত রেলগাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ২৭ মার্চ ২০২৪, ১৯:৫৪
চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় রেলগাড়ি দেখত গিয়ে চলন্ত রেলের ধাক্কায় খুটাখালী এলাকায় এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ফেরদৌসি খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া ৩ নম্বর ওয়ার্ড দুর্বারমাট এলাকার মো: শহীদুল্লাহর মেয়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের খুটাখালী ইউনিয়নের নলবিলা পাড়া এলাকায় চলন্ত ট্রেনের সাথে ধাক্কা গেগে জন্নাতুল ফেরদৌস (১৬) নামে মাদরাসার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহতের স্বজন স্থানীয় ইউপি সদস্য আবদুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাহরি খেয়ে মায়ের সাথে নামাজ পড়ে ফেরদৌসি। পরে মা ঘুমিয়ে পড়লে সে ঘর থেকে বের হয়ে রেল দেখতে খুটাখালী নলবনিয়া এলাকায় যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী চলন্ত কক্সবাজার এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কক্সবাজার রেলওয়ে থানার এসআই জাফর আলম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং আইনি পদক্ষেপ শেষ করে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদরহাসপাতালে প্রেরণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা