ডুলাহাজারায় ইফতারের আগে এক যুবককে চুরিকাঘাতে হত্যা
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ২৫ মার্চ ২০২৪, ২৩:১৮
চকরিয়ার ডুলাহাজারা থেকে এক যুবককে ইফতারের পূর্ব মুহূর্তে সন্ত্রাসীরা তুলে নিয়ে চুরিরকাঘাতে হত্যা করেছে।
সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ইউনিয়নের মালুমগাঁট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান (৩৪) ডুলাহাজারা ইউনিয়নের পুর্ব ডুমখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউছুফ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে একদল সন্ত্রাসীরা ইফতার খাবার পুর্ব মুহূর্তে তাকে টানাহিছাড়া করে পার্শ্ববর্তী রিজার্ভেট জঙ্গলে নিয়ে যায়। এ সময় মালুমগাঁট বাজারের ব্যাবসায়ীরা চকরিয়া থানার পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযান চালিয়ে গভীর জঙ্গল থেকে চুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে গিয়ে গভীর জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। চুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়। অভিযোগের প্রেক্ষিতে আইনি পদক্ষেপ নেয়া হবে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা