চট্টগ্রামে ডাম্প ট্রাকের সাথে ধাক্কা লেগে সিএনজিতে আগুন, চালক জীবন্ত দগ্ধ
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৫ মার্চ ২০২৪, ১৯:৪৮
চট্টগ্রামে ডাম্প ট্রাকের সাথে ধাক্কা লেগে সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এর চালক জীবন্ত দগ্ধ হয়েছেন।
সোমবার (২৫ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার মাজার পয়েন্ট বরুমতি সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালক আব্দুস সবুর (৩০) সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইছামতি আলিনগর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।
ওই ঘটনার পর বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল একপ্রকার বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক ওবায়দুল ইসলাম এবং দোহাজারী হাইওয়ে পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফানসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঘটনার পর চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শকের নির্দেশে ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ অটোচালকের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা