চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ৩১ ডিসেম্বর ২০২৩, ২২:১৮
কক্সবাজারের চকরিয়া উপজেলায় কৈয়ারবিল ইউনিয়নে পানিতে ডুবে ইসমা বেগম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাইস্কুলপাড়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে বলে জানা যায়। এ তথ্যতের সত্যতা নিশ্চিত করেন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন।
জানা যায়, ওই দিন বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে শিশু ইসমা বেগম বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।