১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত - ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মো: কবির আলম (৩২) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২ ডিসেম্বর) ভোর রাতে শহরের শিমরাইল কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কবির আলম নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল গ্রামের পশ্চিম পাড়ার আব্দুল করিমের ছেলে। কবির আলম শহরের কাউতলী নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের পাশে স্ত্রী-সন্তানদের নিয়ে একটি বাড়িতে ভাড়া থাকেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির (আইসি) এসআই মো: সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কবির আলম ঢাকা বঙ্গ বাজারে কাপড়ের ব্যবসা করত। গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া আসে। কবির আলম শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল। আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কোনো একটি ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অতিক্রম করার সময় শিমরাইল কান্দি এলাকায় কবির আলম ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করি।

তিনি আরো বলেন, কি কারণে ট্রেনের নিচে কাটা পড়েছে তা বলা যাচ্ছে না। কবির আলমের পরিবারের সাথে যোগাযোগ করেছি। ময়নাতদন্তের পরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করব।


আরো সংবাদ



premium cement