ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- ২১ নভেম্বর ২০২৩, ১৫:০২
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় মটর পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামে এই ঘটনা ঘটে। হাসান একই এলাকার মাহফুজ উদ্দিন ছেলে।
স্থানীয়রা জানায়, মাহফুজ মিয়ার বাড়ির সিঁড়ির নিচে একটি মটর পাম্প বসানো আছে। মটর পাম্পটি বিদ্যুতিক লাইনে লাগানো ছিল। সকালে হাসান খেলতে খেলতে মটর পাম্পের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে হাসানকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।