ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে খামার কর্মচারীর মৃত্যু
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- ২৫ অক্টোবর ২০২৩, ১৬:৪৯
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হাঁসের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী আহমেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের একটি হাঁসের খামারে এ দুর্ঘটনা ঘটে।
আলী আহমেদ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামের আব্দুল বারেকের ছেলে।
সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের মনির খান পাগলা নদী তীরবর্তী এলাকায় হাঁস পালনের জন্য একটি বড় খামার গড়ে তুলেন। ওই খামার সার্বক্ষনিক দেখাশোনা করতেন তিনি। পাহারা দেবার সময় হাঁস চুরি রোধে খামার বেষ্টিত তারে জড়িয়ে আলী আহমেদ বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানায়, খামার মালিক মনির খান নিয়মবহির্ভূতভাবে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে খামার চালিয়ে আসছিল।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা