২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

মিরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের ডুবে তানিশা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

তানিশা ওই গ্রামের শহিদুল ইসলাম ফারুকের ছোট মেয়ে।

জানা গেছে, রোববার দুপুরে তানিশার মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার চোখের আড়ালে পুকুরে ডুবে যায় সে। অনেকক্ষণ না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি সকল অভিভাবককে বাচ্চাদের ব্যাপারে সচেতন থাকার অনুরোধ জানান।


আরো সংবাদ



premium cement