চকরিয়ায় আকিকার দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ১৩ অক্টোবর ২০২৩, ২২:২৮
কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে শিশু তার আকিকার দিনে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম আফিফা আফরিন ইসমাম (৭)। আফিফা ওই এলাকার হেফাজতুর রহমানের মেয়ে।
জানা যায়, বাজার পাড়া এলাকায় আফিফা আফরিন ও মো: ইশরাক (৫) নামে দুই ভাই-বোনের আকিকার দিন ছিল শুক্রবার।
এ উপলক্ষে আত্মীয়-স্বজনকে দাওয়াত দেয়া হয়েছে। ওই দিন সকাল ৮টার তিনটি ছাগল জবাই করে রান্নার প্রস্তুতিও চলছে। পরিবারের সবার মাঝে চলছে আনন্দের বন্যা।
এ সময় খবর এল ঘরের পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় আফিফা (৭)। পুরো আনন্দ বিষাদে রুপ নিল।
আফিফার মা-বাবা বেড়াতে আসা আত্মীয়-স্বজন ও এলাকার লোকজনের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।
ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দিন আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে দুই ভাই-বোনের আকিকা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন চলছিল। এ সময় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে কন্যা শিশু আফিফা মারা যায়। ঘটনাটি হৃদয়বিদারক। বিকালে মারা যাওয়া শিশুর জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা