২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

চকরিয়ায় আকিকার দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

-

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে শিশু তার আকিকার দিনে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম আফিফা আফরিন ইসমাম (৭)। আফিফা ওই এলাকার হেফাজতুর রহমানের মেয়ে।

জানা যায়, বাজার পাড়া এলাকায় আফিফা আফরিন ও মো: ইশরাক (৫) নামে দুই ভাই-বোনের আকিকার দিন ছিল শুক্রবার।

এ উপলক্ষে আত্মীয়-স্বজনকে দাওয়াত দেয়া হয়েছে। ওই দিন সকাল ৮টার তিনটি ছাগল জবাই করে রান্নার প্রস্তুতিও চলছে। পরিবারের সবার মাঝে চলছে আনন্দের বন্যা।

এ সময় খবর এল ঘরের পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় আফিফা (৭)। পুরো আনন্দ বিষাদে রুপ নিল।

আফিফার মা-বাবা বেড়াতে আসা আত্মীয়-স্বজন ও এলাকার লোকজনের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।

ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দিন আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে দুই ভাই-বোনের আকিকা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন চলছিল। এ সময় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে কন্যা শিশু আফিফা মারা যায়। ঘটনাটি হৃদয়বিদারক। বিকালে মারা যাওয়া শিশুর জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ট্রাম্পের অনুষ্ঠানে প্রবেশে বাধা দেয়ায় হোয়াইট হাউসের বিরুদ্ধে এপির মামলা মেলায় সাংবাদিক মাইদুর রহমান রুবেলের ৩ বই ভাষার বৈচিত্র্য সংরক্ষণের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের ৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চান : জরিপ ‘শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন করা সম্ভব নয়’ যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু বাকৃবিতে ধারালো অস্ত্রসহ আটক ৫ চুয়াডাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত জমি পাহারার মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি

সকল