২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

নোয়াখালীতে ১৩০ টাকার দ্বন্দ্বে দিনমজুরকে কুপিয়ে হত্যা : গ্রেফতার ২

গ্রেফতার দুই আসামি - ছবি : নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জে দিনমজুর মো: সোহেলকে (৩০) কুপিয়ে হত্যায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তাদের নোয়াখালী জেুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এদিনই চট্টগ্রামের হাটহাজারী, রাউজান বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বেগমগঞ্জ থানার পুলিশ।

গ্রেফতার দু’জন হলেন, চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকার আজগর হাজীর বাড়ির মো: বাহারের ছেলে ফারুক হোসেন ওরফে সোহেল (২২) এবং একই বাড়ির আমির হোসেন ওরফে মানিকের ছেলে মো: আমিনুল ইসলাম ওরফে মাহফুজ (১৯)।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার বলির দোকানের সামনে ১৩০ টাকা লেনদেন নিয়ে আলীপুর গ্রামের দিনমজুর সোহেলের সাথে একই এলাকার ফারুক হোসেন সোহেলের কথা কাটাকাটি হয়। পরে এ বিষয়ের জের ধরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে সোহেল ও তার সহযোগীরা। একই রাতে গুরুতর আহত অবস্থায় সোহেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম জানিয়েছেন, আসামি ফারুক হোসেন ওরফে সোহেল আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।


আরো সংবাদ



premium cement
শিক্ষার্থীদের চাপে ভর্তি আবেদনের সময়সীমা বাড়ালো কুবি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করবে যুক্তরাজ্য আলমগীর-সরোয়ার প্যানেলের ১৪, মুছা-জাকির প্যানেলের ৬ জন নির্বাচিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা ‘সঙ্কটজনক’ যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ করতে নেতানিয়াহু ‘নোংরা খেলা’ খেলছেন : হামাস পেরুর ফুড কোর্টের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৬ কুড়িগ্রামে ফাগুনের সকালে হঠাৎ বৃষ্টি মোংলা বন্দর থেকে প্রথমবারের মতো পণ্যবাহী ট্রেন চলাচল শুরু ভারতে সুড়ঙ্গে আটকা পড়া ৮ শ্রমিকের ভাগ্য অনিশ্চিত এ টি এম আজহারের মামলার রিভিউ শুনানি মঙ্গলবার

সকল