চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৯
চট্টগ্রাম মহানগরীতে একটি পূজামণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মহানগরীর আকবর শাহ থানাধীন লতিফপুর পাক্কার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোর সুব্রত দত্ত (১৮) আকবরশাহ থানার লতিফপুর মহাজন বাড়ির কৃষ্ণ দত্তের ছেলে।
সুব্রত দত্তের আত্মীয় গনেশ জানান, পূজা উপলক্ষে মণ্ডপ সাজানোর কাজ চলছিল। রাত ১২টার দিকে সুব্রত হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, আকবরশাহ এলাকাতে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট একজনকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে বলেও জানান তিনি।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা