২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে পর্যটকের লাশ উদ্ধার

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে পর্যটকের লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্রের পাহাড়ি খাদ থেকে মারুফ (২৫) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) দুপুরে নীলাচল পর্যটন কেন্দ্রের সুইং থ্রিলার দোলনার প্রায় তিন শ’ ফুট নিচের খাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মারুফের বাড়ি গাজীপুরে জেলায়।

পুলিশ জানায়, শনিবার (২৬ আগস্ট) দুপুরে গাজিপুর থেকে মারুফ নামে ওই পর্যটক বেড়াতে এসে নীলাচল পর্যটন কেন্দ্রের নীলাম্বরী কটেজে রুম ভাড়া নেন। রোববার সকাল থেকে তাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে হোটেল কর্তৃপক্ষ নীলাচলের দোলনার পাশে একটি চিরকুট দেখতে পায়। চিরকুটে লিখা ছিল, ‘আমার লাশ পাওয়া গেলে যেন আমাকে বান্দরবানে কবর দেয়া হয় এবং আমার রেখে যাওয়া মোবাইল বিক্রি করে যেন দাফনের কাপড় কেনা হয়।’ পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টা চেষ্টার পর লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই পর্যটক আত্মহত্যা করেছেন।

নীলাম্বরী রিসোর্টের মালিক সাইদুর রহমান বলেন, শনিবার দুপুরে মারুফ নামে এক পর্যটক রিসোর্টের ১ নম্বর কক্ষটি এক দিনের জন্য ভাড়া নেন। ভাড়ার নেয়ার পর সারাদিন স্বাভাবিক ছিল। পরদিন সকাল থেকে তাকে দেখতে না পেয়ে হোটেলের কর্মচারীরা রুমে খুঁজতে যায়। সেখানেও দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে নীলাচলের দোলনায় একটি চিরকুট দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, ‘এক পর্যটকের লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বিষপানের পর পাহাড়ের খাদে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। নাম জানা গেলেও এখনো তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।’

এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।


আরো সংবাদ



premium cement