নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় সিএনজি আরোহী নিহত
- নোয়াখালী অফিস
- ২৫ আগস্ট ২০২৩, ১০:২৭
নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছে আরো দু’জন।
বৃহস্পতিবার রাতে উপজেলার নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ কবির (৫০) উপজেলার রসুলপুর ইউনিয়নের ছমিরমুন্সি গ্রামের মো: হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, রাত সোয়া ৯টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় চৌমুহনীগামী অজ্ঞাতনামা একটি ট্রাক ফেনীগামী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজি যাত্রী কবির ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আরো দুই সিএনজি যাত্রী গুরুতর আহত হয়। আহতরা জেলা শহর মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মফিজ উদ্দিন ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা